আজকের বার্তা
আজকের বার্তা

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ণ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Spread the love

বার্তা ডেস্কঃ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত এম আব্দুল আলিম (৫৩) মারা গেছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ওইদিন বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আলিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল লতিফ সিকদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, বিকেল সোয়া ৫টার দিকে বরিশালগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বাটাজোর এলাকার একটি মসজিদের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয় চালক আব্দুল আলিম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, দুদিনের ছুটি শেষে ঢাকা থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন আব্দুল আলিম।