আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ বরিশালে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা

বার্তা ডেস্ক: ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্যাপন উপলক্ষে জেলার গৌরনদীতে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার  সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

শেষে উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, থানার ওসি মোঃ আফজাল হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব প্রমুখ। একইদিন উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ করা হয়। মেলায় সরকারি দপ্তর, পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩১টি স্টলে বিগত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের নানা চিত্রসহ স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকান্ডের চিত্র তুলে ধরা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107