আজকের বার্তা
আজকের বার্তা

পেটপুরে খাওয়ার পরে এই পাঁচ কাজ করলেই কিন্তু বড় বিপদ


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ পেটপুরে খাওয়ার পরে এই পাঁচ কাজ করলেই কিন্তু বড় বিপদ

বার্তা ডেস্ক ॥ আজকাল অনেকেই ডায়েট নিয়ে খুবই সচেতন। এমনকি তারা কখন কোন খাবার খাবেন, তাও আগে থেকে ঠিক করে রাখেন। তবে মুশকিল হলো, এহেন খাদ্য সচেতন ব্যক্তিরাও খাবার গলাধঃকরণ করার পর এমন কিছু ভুল করে ফেলেন, যাতে তাদের শরীরের বাজে বারোটা!

খাবার খাওয়ার পর তা খাদ্যনালী হয়ে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এই অংশেই শুরু হয় খাদ্য হজমের প্রাথমিক প্রক্রিয়া। তাই খাবার খাওয়ার পর আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। এমনকী এড়িয়ে যেতে হবে কয়েকটি বদভ্যাস। নইলে আসতে পারে বড় বিপদ।

তাই আর দেরি না করে চলুন জেনে আসি খাওয়ার পর কোন পাঁচ কাজ করলে শরীর-স্বাস্থ্যের উপর বড় বিপদ ডেকে আনতে পারে। তারপর সেই বদ অভ্যাসগুলো থেকে শিগগিরই দূরত্ব তৈরি করুন। তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্থ হবে।

ফল খেলে রক্ষা নেই…​

ভরপেট খাবার খাওয়ার পর কোনো মতেই ফল খাবেন না। এই কাজটা করলে হুট করে রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে। এমনকি বদহজমের খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই বিশেষজ্ঞরা খাওয়ার পরপরই ফল খেতে বারণ করেন। বরং দুটি মিলের মাঝে ফল খেলেই মিলবে সব থেকে বেশি উপকার। তাই সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই নিয়মটি মেনে চলুন।

অত্যধিক পানিপান করলেই ফাঁসবেন

অনেকেই দুপুর ও রাতের খাবারের পরপরই গ্লাসের পর গ্লাস পানিপান করেন। এ কারণেই হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফেঁপে থাকার মতো একাধিক সমস্যার ফাঁদে পড়তে হতে পারে। তাই ভারী খাবার খাওয়ার পর কোনো মতেই পেট পুরে পানি খাবেন না। এই নিয়মটা মেনে চললেই উপকার মিলবে হাতেনাতে।

ঘুমালেই বিপদের শেষ থাকবে না

অনেকেই খাওয়ার পর একটুও সময় নষ্ট না করে সোজা ঘুমের দেশে পাড়ি দেন। এতেই হজমের সমস্যা দেখা দেয়ার আশঙ্কা বাড়ে। এমনকি পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাও। শুধু তাই নয়, এমন বদভ্যাসের দরুন ওবেসিটি, অনিদ্রার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়ে। তাই যেনতেন প্রকারেণ এই বদভ্যাস দূর করতে হবে। তাহলেই সুস্থ-সবল জীবনযাপন করতে পারবেন।

খেয়েদেয়ে গোসল নয়

কিছু মানুষের জীবন একেবারে উল্টো স্রোতে বয়ে চলে। অধিকাংশই যেখানে গোসল সেরে খাবার খান, সেখানে এমনও অনেক মানুষ রয়েছেন, যারা একেবারে উল্টো কাজটা করে থাকেন। তাতেই রোগভোগের পথ প্রশস্ত হয়। এমনকি এতেই একাধিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে শরীর।

আসলে খাওয়ার পর গোসল করলে দেহের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। তাতেই হজম প্রক্রিয়া ব্যাহত হয়। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কাও বাড়বে বৈকি! সুতরাং সুস্থ থাকার ইচ্ছা থাকলে এই অভ্যাস ত্যাগ করুন।

ব্যায়াম করলেই চিত্তির!​

খাবার খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেটে ব্যথা, ডায়ারিয়া বা বমির মতো সমস্যার ফাঁদে পড়তে পারেন। তাই পেটপুরে খাবার খাওয়ার পর কোনোমতেই ব্যায়াম করা চলবে না। এছাড়া চা, কফি পান করাও উচিত নয়। তাই সুস্থ থাকতে চাইলে এই দুটি বিষয় সম্পর্কেই সচেতনতা জরুরি।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107