বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০০ কেজি শাপলাা পাতা মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মহিপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্য বন্দর মহিপুর থেকে এক ব্যবসায়ী সুগন্ধা নামের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে মাছগুলো নেওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। তবে এ মাছ কোথা থেকে কেনা হয়েছে বা কারা পাচার করছিল তাদের কাউকে আটক করা যায়নি।
কোস্ট গার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল পিও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি বাস থেকে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে মহিপুর বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।