আজকের বার্তা
আজকের বার্তা

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অনিশ্চিত এমবাপ্পে
Spread the love

বার্তা ডেস্ক ॥ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার দেখা দিয়েছে। হাঁটুর ইনজুরির কারণে গতকাল ফ্রান্স জাতীয় দলের হয়ে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। ম্যাচে জার্মানির কাছে ২-১ গোলে হেরে গেছে লেস ব্লুজরা। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কের ওই ম্যাচে চোটের কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে এমবাপ্পেকে।

ম্যাচ হারের পর এমবাপ্পের সাইডলাইনে বসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম বলেন, ‘টেন্ডন সমস্যার কারণে বিড়ম্বনায় পড়েছেন কিলিয়ান। শুরুতে থাকতে না পারায় ম্যাচে আর তাকে নেওয়া হয়নি।’ বিশ্বকাপের পর শেষ পাঁচটি ম্যাচে জয়ের বিপরীতে এই প্রথম পরাজয় দেখল ফ্রান্স। ইউরো বাছাইয়ের ওই পাঁচ ম্যাচের সবকটিতেই সরাসরি জয় পেয়েছে দেশ্যমের শিষ্যরা।

সর্বশেষ গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। যার ফলে আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্টের চূড়ান্ত আসরে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লেস ব্লুসরা।পিএসজির হয়ে নিস ও ডর্টমুন্ডের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রীতি ম্যাচ পাস কাটানো সহজ হলেও সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে এমবাপ্পের জন্য।

বিশেষ করে আগামী মঙ্গলবার পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ক্লাব কোচ লুইস এনরিখ।