বার্তা ডেস্ক ॥ বরিশালের হিজলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখা ও সংশোধিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখায় উপজেলা সদর টেকের বাজারের মোঃ হারুন স্টোরকে অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় এ অর্থ দন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাসিন তাসমিম রহমান অনিদ্র। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসানুল হাবিব নিয়মিত পরিদর্শনের হিসেবে উপজেলা সদরের মোঃ হারুন স্টোরে যান সেখানে তিনি মেয়াদোত্তীর্ণ কীটনাশক পান এবং সংশোধিত মূল্য তালিকা না থাকা এবং তা দৃশ্যমান স্থানে লটকিয়ে না রাখার অনিয়ম দেখতে পান।
পরবর্তীতে কীটনাশক ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাসিন তাসমিম রহমান অনিদ্রসহ অন্যান্যের উপস্থিতিতে তার অপরাধ স্বীকার করলে তাকে অর্থ দন্ড করা হয়।