বার্তা ডেস্ক: নিউমোনিয়া থেকে সেরে উঠেছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। ছয় দিন চিকিৎসা শেষে রবিবার ফিরলেন বাসায়। অভিনেতার পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র মারফত জানা গেছে, অভিনেতা আফজাল হোসেন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শে তিনি রবিবার বাসায় ফিরেছেন। সপ্তাহখানের বিশ্রাম শেষে অভিনেতা ফের কাজে যোগদান করতে পারবেন।
এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত সপ্তাহের সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আফজাল হোসেন। পরদিন রাতে তার হার্ট অ্যাটাক হয়। এরপর অভিনেতাকে হাসপাতালটির ক্রিটিকাল কেয়ার ইউনিট- সিসিইউতে নেয়া হয়।
গত ৫ সেপ্টেম্বর থেকে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। সেখানে তিনি রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়।
তবে আফজাল হোসেনের অসুস্থতায় বন্ধ হয়ে যায় ওয়েব ফিল্মটির শুটিং। এর আগে টানা চার দিন অস্ট্রেলিয়ায় শুটিং করেন নির্মাতা শিহাব শাহীন ও তার টিম। দেশে ফিরে গত মঙ্গলবার থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।
তবে আফজাল হোসেনের অসুস্থতায় সব পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে অভিনেতা যেহেতু অনেকটাই সুস্থ, তাই সপ্তাহখানেকের মধ্যে নির্মাতা শিহাব শাহীন তার ওয়েব ফিল্মটির শুটিং ফের শুরু করতে পারবেন বলে আশা করছেন তিনি।