আজকের বার্তা
আজকের বার্তা

পানিতে ডুবে দশম শ্রেনীর ছাত্রীর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পানিতে ডুবে দশম শ্রেনীর ছাত্রীর মৃত্যু
Spread the love

খালের পানিতে ডুবে দশম শ্রেনীর ছাত্রী তামান্না তামিদার (১৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায়। মৃত তামান্না রাকুদিয়া গ্রামের আবদুল বারেকের মেয়ে ও স্থানীয় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলো।

বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত সে পানিতে পরে যায়। সাঁতার না জানায় খালের পানিতে সে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে ডুবে যাওয়া তামান্নার মরদেহ উদ্ধার করে।