খালের পানিতে ডুবে দশম শ্রেনীর ছাত্রী তামান্না তামিদার (১৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকায়। মৃত তামান্না রাকুদিয়া গ্রামের আবদুল বারেকের মেয়ে ও স্থানীয় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলো।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্না সকালে বাড়ির পাশের খালে হাতমুখ ধুতে যান। এ সময় অসাবধানতাবশত সে পানিতে পরে যায়। সাঁতার না জানায় খালের পানিতে সে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খালের পানিতে ডুবে যাওয়া তামান্নার মরদেহ উদ্ধার করে।