মহিপুরে তিন বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Spread the love
কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে তিন বছরের দ-প্রাপ্ত পলাতক আসামী লিপ্টন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতারের পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিপুর সদর থানার বিপিনপুরের আঃ রশিদ তালুকদারের ছেলে লিপ্টনের বিরুদ্ধে ২০১৩ সালে একটি মামলা হয়। ওই মামলায় তাকে তিন বছরের সশ্রম কারাদ-াদেশ দেওয়া হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ায়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান আজকের বার্তাকে বলেন, দ-প্রাপ্ত আসামী লিপ্টন তালুকদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।