আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস


আজকের বার্তা | প্রকাশিত: মে ২৯, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ বরিশালে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা এবং নগর পুলিশের উদ্যোগে সোমবার (২৯ মে) সকাল ১১টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেটি পুলিশ লাইন্সে গিয়ে আলোচনা সভাস্থলে যোগ দেয়।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি এএম আক্তারুজ্জামান বলেন, জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করে দেশের সুনাম অর্জন করেছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। অপরদিকে জাতিসংঘ আমাদের নানাভাবে সহযোগিতা করে থাকে। এজন্য তাদের ডাকে সাড়া দিয়ে অমরা জীবন বাজি রেখে কাজ করি। দেশের বাইরে শান্তিরক্ষার এই কাজ করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107