আজকের বার্তা
আজকের বার্তা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইর পরিচালক হচ্ছেন ৭৮ জন


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইর পরিচালক হচ্ছেন ৭৮ জন
বার্তা ডেস্ক ॥
ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনের পরিচালক পদের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সোমবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৪ জন প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাহার করায় ৭৮ জন পরিচালকপ্রার্থীর সকলেই বিজয়ী হতে যাচ্ছেন।  ২০২১- ২৩ মেয়াদের এইনির্বাচনে গত ৩১ মার্চ পরিচালক পদে ৭৮টি পদের বিপরীতে ৮২ জন প্রার্থীকে যাচাই-বাছাই শেষে চুড়ান্ত করেন নির্বাচন পরিচালনা বোর্ড। এদের মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে আক্কাস মাহমুদ ও আলীম জামান এবং চেম্বার গ্রুপ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আজিজুলহক ও গাইবান্ধার আবুল খায়ের মোরসালিন পারভেজ মনোনয়ন প্রত্যাহার করেন।  ৪ জন প্রার্থী থাকায় ৫ মে পরিচালক পদে ভোট গ্রহনের কথা ছিল।  নির্বাচন বোর্ড সূত্র জানায়, এর মধ্যে মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৬টি ও এসোসিয়েশন গ্রুপে ১৬ টিপদে বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছেন। দুটি মনোনীত পরিচালক পদেপ্রার্থী দেয়নি গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশঅ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রা। অপরদিকে ভোটের মাধ্যমেনির্বাচিত হওয়া জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন এবং এসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী হয়েছেন। প্রার্থী তালিকায় অনুযায়ী- এবারের নির্বাচনে একমাত্র সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইসচেয়ারম্যান মো. জসিম উদ্দিন ছাড়াও এসোসিয়েশন গ্রুপ থেকে মনোনিত পরিচালক হয়েছেন এ কে এম সেলিম ওসমান এমপি, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস এম সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার উল আলম চৌধুরীপারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়ারানা, খোন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন ও আলমগীর শামসুলআলামিন কাজল।  এসোসিয়েশন গ্রুপ থেকে যারাপরিচালক হয়েছেন আবু মোতালেব, রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামালউদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশিদুল হাসান চৌধুরী রনি, এম জেআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুলইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজামউদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাদ, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের ও ড. নাদিয়া বিনতে আমিন। অপরদিকে চেম্বার গ্রুপ থেকেমনোনিত পরিচালকরা হলেন জশোধা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাদময়নউদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী,ড. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম,আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলনও তাহমিন আহমেদ। চেম্বার গ্রুপ থেকেযারা পরিচালক হয়েছেন হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলিপ কুমার আগরাওয়ালা,মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজীগোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সুজিব রঞ্জন দাস, ইকবালশাহারিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ূন রশিদ খান পাঠান ওসালাউদ্দিন আলমগীর।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107