আজকের বার্তা
আজকের বার্তা

যত টাকায় বিক্রি হলো ১৩ কেজির কোরাল


আজকের বার্তা | প্রকাশিত: মে ১৯, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ যত টাকায় বিক্রি হলো ১৩ কেজির কোরাল
Spread the love

বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকায় বিষখালী নদীতে পাওয়া গেছে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছটি জেলে মাহামুদের জালে ধরা পড়ে।

 

এম বালিয়াতলী গ্রামের মৎস্যজীবী মাহামুদ জানান, বিকালে বিষখালী নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যায় জালে কোরালটি ধরা পড়ে। পরে বরগুনা পৌর মাছবাজারে নিয়ে পাইকারি দরে ১৬ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

 

বরগুনা পৌর মাছবাজারের খুচরা বিক্রেতা সফেজ বলেন, মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন। মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করেছি।

 

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ বিষখালী নদীতে ধরা পড়েছে।