ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকটির চালক-হেলপারসহ ১১ আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১৯ মে) ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হাবিব খান নামে ট্রাকটির এক আরোহী জানান, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থালি মালামাল নিয়ে ট্রাকে করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যাচ্ছিলেন। পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় তারা ১১ আরোহী, চালক-হেলপারসহ আহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা জানা নেই। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।