আজকের বার্তা
আজকের বার্তা

পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতার ম‌নোনয়ন বা‌তিল


আজকের বার্তা | প্রকাশিত: মে ১৮, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতার ম‌নোনয়ন বা‌তিল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিলকারী মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার অনুসারী দুইজনেরও মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, তথ্য গরমিল ও সশরীরে মনোনয়ন দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। বৃহস্পিতবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

 

রইজ আহমেদ মান্না ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। এছাড়া সদ্য বিলুপ্ত ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। মান্না ছাড়াও ওই ওয়ার্ডের মনোনয়ন দাখিলকারী মুন্না হাওলাদার ও ইমরান হোসেন সজিবের মনোনয়নও বাতিল করা হয়েছে। এরা দুইজনও রইজ আহমেদ মান্নার ভাই ও তার অনুসারী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের মামলায় ১৩ সহযোগীসহ কারাগারে আছেন মান্না।

 

গত ০৪ মে রাত পৌনে একটার দিকে বরিশাল নগরের জানুকিং সিংহ রোডের ভূঁইয়া বাড়ির কাছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের পথ আটকে তাদের বুকে-পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন রইস আহম্মেদ মান্না ও তার অনুসারীরা। এ অবিষয়ে থানায় লিখিত অভিযোগ (জিডি) দেন মো. সোহাগ নামে স্থানীয় এক ছাত্রলীগ কর্মী। অভিযোগে মান্না ও তার ভাই রিসাদ আহমেদ নাদিকসহ ১৭ জন নামধারী এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের কথা উল্লেখ করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107