আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২৩ ২:১০ অপরাহ্ণ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুষ্ঠু-সুন্দর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। কেন্দ্র পরিদর্শন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এজন্য শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।