গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার কচুয়া মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় কাঁঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর, বরগুনা, বেতাগীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার ১৩টি ঘোড়া অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়াদৌড়ে নানা শ্রেণিপেশা ও বয়সের শত শত নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে উপভোগ করেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে বসে গ্রামীণ মেলা। মেলায় নানা রকমের খাবারসহ বিভিন্ন পসরা বসিয়ে বেচা কেনা হয়।
প্রতিযোগিতায় মো. সোহাগের ঘোড়া প্রথম, মো. মামুনের ঘোড়া দ্বিতীয় ও মো. কবিরের ঘোড়া হয়। প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যামক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এমস আমিরুল ইসলাম লিটন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।