পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। বৃহস্পতিবার (৪ মে) রাতে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে সেটি ভেসে আসলেও শুক্রবার (৫ মে) দুপুরে দেখতে পায় স্থানীয়রা।
পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ধারণা করা হচ্ছে গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কিভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা বন বিভাগকে খবর দেই।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে ডলফিনটির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হয়।