পিরোজপুরের কাউখালীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ি পোনা আহরণ ও সরবরাহ করার অভিযোগে নৌ পুলিশ অভিযানে বেকুটিয়া থেকে ৪০ হাজার গলদা চিংড়ির রেনু পোনাসহ আটক দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়।
কাউখালী নৌ-পুলিশের ইনচার্জ মো. জামসেদ আলী জানান, মঠবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষিরায় গলদা চিংড়ির রেনু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে ৪০ হাজার গলদা চিংড়ির রেনু পোনাসহ দুইজনকে আটক করে নৌ পুলিশের টহল দল। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। জব্দ রেনু পোনা সন্ধ্যা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে ।
রবিউল হাসান রবিন/কাউখালী, পিরোজপুর