আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় মর্গে বাবার লাশ, এসএসসি পরীক্ষা হলে রিয়া


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ বরগুনায় মর্গে বাবার লাশ, এসএসসি পরীক্ষা হলে রিয়া

হাসপাতালের মর্গে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত বাবার লাশ দেখে এসে এসএসসি পরীক্ষায় অংশ নিল বরগুনার এক শিক্ষার্থী। তার নাম সানজিদা ইসলাম রিয়া (১৭)। বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে রিয়া এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

 

মঙ্গলবার (২ মে) রাতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া নামক এলাকায় ঠাণ্ডা বাহিনীর সদস্যরা কুপিয়ে খুন করে রিয়ার বাবাকে। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

 

পর দিন বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টার কিছুক্ষণ আগে হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রিয়া। আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরিক্ষার্থী রিয়া আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি ৷ ভালোভাবেই পরীক্ষা দিয়েছে সে।

 

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাণ্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পরে মঙ্গলবার রাতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠাণ্ডা বাহিনী।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107