আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৩, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ বরগুনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বরগুনায় নির্বাচনী প্রতিহিংসার জেরে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া ঠাণ্ডার ক্লাব নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনু (৪৫) একই এলাকার মোসলেম আলী আকনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনু দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়।

 

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে বরগুনা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী আহত ছবি আক্তার বলেন, ঠাণ্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে৷

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে যাই। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের কঠোর অভিযান চলছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107