আজকের বার্তা
আজকের বার্তা

ইসরায়েলকে আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান দিল যুক্তরাষ্ট্র


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ ইসরায়েলকে আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান দিল যুক্তরাষ্ট্র
Spread the love
বার্তা ডেস্ক ॥
মার্কিন সরকারের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েইল আরও তিনটি উন্নতমানের এফ-৩৫ জঙ্গিবিমান পেয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জঙ্গিবিমান তিনটি এরইমধ্যে আমেরিকা থেকে ইসরায়েলে এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েলকে অপ্রতিদ্বন্দ্বী রাখার লক্ষ্য নিয়ে মার্কিন সরকার তেল আবিবকে এসব জঙ্গিবিমান দিচ্ছে। রবিবার বিমান তিনটি ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করে। এ নিয়ে মার্কিন সরকার  ইহুদিবাদী ইসরায়েলকে মোট ২৭টি এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করলো। ২০২৪ সালের মধ্যে আরো ২৩টি এফ-৩৫  জঙ্গিবিমান দেবে আমেরিকা। গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের মন্ত্রিসভা আমেরিকার কাছ থেকে নতুন এফ-৩৫ ও এফ-১৬ জঙ্গিবিমান কেনার জন্য ৯০০ কোটি ডলারের বরাদ্দ দিয়েছে। এছাড়া বাজেটে সৈন্যবাহী হেলিকপ্টার, চারটি কেসি-৪৬ রিফুয়েলিং ট্যাংকার এবং হাজার হাজার বোমা ও গোলাবারুদ থাকবে। আমেরিকা যখন সংযুক্ত আরব আমিরাতের কাছে বেশ কয়েকটি এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে তখন ইসরায়েলকে নতুন করে একই ধরনের জঙ্গিবিমান সরবরাহ করলো।
সূত্র: পার্সটুডে ও দ্য জেরুজালেম পোস্ট।