নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল আমার জন্মভূমি। বরিশাল আমার মাতৃভূমি। আমার জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি বরিশালের মানুষের সেবা করতে চাই।
সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে শ্রমিক লীগের মে দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খোকন সেরনিয়াবাত আরও বলেন, যতদিন বেঁচে থাকবো বরিশালের মানুষের সাথে থাকবো। শ্রমিক-মেহনতি মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবো।
নৌকার এই প্রার্থী বলেন, আমার বাবা (আবদুর রব সেরনিয়াবাত) এবং মামা (বঙ্গবন্ধু) এই দেশের মানুষের সেবা দিয়েছেন। আমি তাদের উত্তরসূরি হতে চাই। আপনাদের কাছে আবেদন আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পরে শ্রমিক লীগের র্যালিতে অংশগ্রহণ করেন তিনি।
এদিকে সকালে নগরীর সদর রোডে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের র্যালি এবং সমাবেশে অংশ নিয়ে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, জাতীয় পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছে। ১২ জুনের নির্বাচনে অধিকার প্রতিষ্ঠা নিয়ে মানুষ সন্দিহান। ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে জাতীয় পার্টি।
অপরদিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে শ্রমিক দলের র্যালি ও সমাবেশে অংশ নিয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার বলেন, জনগণের সব চেয়ে বড় দাবি হচ্ছে নিরপেক্ষ সরকারের অধিনে ভোট। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে না পাড়লে দেশের মানুষ অধিকার বঞ্চিত থেকে যাবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।