আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে এসএমসি ডিসট্রিবিউটরদের বার্ষিক সভা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: মে ০২, ২০২৩ ২:০০ অপরাহ্ণ বরিশালে এসএমসি ডিসট্রিবিউটরদের বার্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ এসএমসি বরিশাল এরিয়া অফিসের আওতাভুক্ত ডিসট্রিবিউটরদের নিয়ে বার্ষিক সভা ও স্মাইল উয়িন্টার ধামাকা অফারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শহরের স্বনামধন্য একটি রেস্টুরেন্টে এসএমসি বরিশাল এরিয়া অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

 

এতে ডিসট্রিবিউটর ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থ বছরের জন্য সেরা তিন পারফরমারদের পুরুস্কৃত করা হয়েছে। তারা হলেন- মেসার্স ভাই ভাই খন্দকার স্টোর, মেসার্স মুবিন মোয়াজ ট্রেডার্স, মেসার্স বিসমিল্লাহ স্টোর।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এসএমসি বরিশাল এরিয়া অফিসের সেলস ম্যানেজার মোঃ নাসির উদ্দিন। এসময় সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ (ডিরেক্ট সেলস) এস.এম মিজানুর রহমান, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ (ডিসট্রিবিউশন সেলস) মোঃ নজরুল ইসলাম, ৯টি জেলার ৩৯ জন পরিকেশক ও এসএমসির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107