আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ বরিশালে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জেরে নগরীতে মো: আবুল কালাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নগরের ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

 

অভিযোগ ও আহত সূত্রে জানাযায়, ইছাকাঠি এলাকার বাসিন্দা মৃত আবসার আলী হাওলাদার এর ছেলে আ.লীগ নেতা মো: আবুল কালাম এর সাথে ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেক এর ছেলে সাইফুল ওরফে জঙ্গী সাইফুল এর সাথে পূর্ব বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়।

 

আহত কালাম জানান, ঘটনার দিন সন্ধ্যায় ব্যাক্তিগত কাজে তিনি তেঁতুলতলা বাজারে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জঙ্গী সাইফুল তাকে হত্যা চেষ্টার উদ্দ্যেশ্যে তার ঘাড়ে ও বুকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

এবিষয়ে বিমানবন্দর থানার এসআই তারিকুল জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষ ও ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের সাথে বয়ান নেয়া হয়েছে। এবিষয়ে তদন্ত করে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107