কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা গেল সামুদ্রিক মেলো মেলো, ভারতীয় ভোলুট বা বেইলার শেল প্রজাতির শামুক। এগুলো নতুন পেয়ে অনেকেই শখ করে খাচ্ছেন। ফিস ফ্রাই মার্কেটের দোকানি আব্দুর রশিদ কিছু শামুক সংগ্রহ করেছেন।
তিনি জানান, শামুকগুলো গভীর সমুদ্র থেকে আসা এক জেলের কাছ থেকে ৭০০ টাকা কেজি দামে কিনেছেন। এর একেকটির ওজন সাত শ’ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। এগুলো এ মার্কেটে তিনি প্রথম এনেছেন বলে জানালেন। এর থেকে দুই-তিনটি বিক্রি করেছেন। ভালোই স্বাদ রয়েছে বলেও জানান এ দোকানি।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সমুদ্রের এই মেলো মেলো প্রজাতির শামুকটি ভারত ও মায়ানমারে পাওয়া যায়। বাংলাদেশের চট্রগ্রাম ও কক্সবাজারে কিছু পাওয়া গেলেও কুয়াকাটা-মহিপুরে এগুলো একদমই পাওয়া যায়না।
মেজবাহউদ্দিন মাননু/কলাপাড়া