আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র‌্যালি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ র‌্যালি

করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সুগন্ধা নদীতে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট এলাকায় বেলুন উড়িয়ে নৌ র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে নৌ র‌্যালিটি ইকোপার্ক এলাকা ঘুরে কলেজ খেয়াঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, জেলেসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

আককাস সিকদার/ঝালকাঠি


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107