পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ৬হাজার পাচঁশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাউখালী দক্ষিন বাজারে বিভন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার দক্ষিন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে সলেমান এর ফলের দোকানকে ২হাজার টাকা, সাইফুল স্টোরকে দেড় হাজার টাকা,নিরঞ্জন স্টোরকে ১হাজার টাকা, নাঙ্গুলী স্টোরকে ১হাজার টাকা, মাছে বিষাক্ত রঙ ব্যবহার করায় দুই মাছ ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এ দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে বাজারের অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে চলে যান।
রবিউল হাসান রবিন/কাউখালী, পিরোজপুর