বরিশালের বাবুগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধা ৬টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত কলপনা(৩৩) উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাদের প্যাদার মেয়ে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেত্বত্বে এসআই ইশতিয়াক, এএসআই ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাসস্ট্যান্ড এলাকায় জগবন্ধু ডেকোরেটরের সামনে বসা অবস্থায় সন্দেহ জনক মাদক ব্যবসায়ী নারী কল্পনার সাথে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই খোন্দকার জাফর আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান মাদক ব্যবসায়ী নারীর ভাই মোঃ সহিদের বিরুদ্ধে মাদক,ডাকাতিসহ ১১টি মামলা বাবুগঞ্জ থানায় সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।