বরিশালে ৩শ পিস ইয়াবাসহ আবদুর রহিমকে (৩৮) আটক করেছে মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা। নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আবদুর রহিম কক্সবাজার জেলার রামু থানার ধোয়া পালং গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি হেলাল উদ্দিন।