নির্বাচন এলেই বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগের উপর ধর্মের কলংক দেয় বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে নির্বাচনী এলাকা লালমোহনের একটি দলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে জাতীয় নির্বাচন এলেই বিভিন্ন ধরনের ধর্মীয় অপব্যখ্যা দিয়ে আওয়ামী লীগের ভোট নষ্টের চেষ্টা করা হয়। বলা হয়, নারীদের বোরকা থাকবে না, দেশ ভারত হয়ে যাবে, আরো কত কী। কিন্ত সব মিলিয়ে এই সরকারের আমলেই দেশ ও দেশের মানুষ নিরাপদ। তাই আগামী নির্বাচনে আবারো আওয়ামলীগকে নির্বাচিত করার আহবান জানান এমপি শাওন।
লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারের বাড়িতে এই সমাবেশের আয়োজন করে পৌর: মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন এমপি শাওনের সহধর্মীনী ফারজানা চৌধুরী রত্মা । এছাড়া উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার এবং পৌর: আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এসবি মিলন/লালমোহন (ভোলা)