বাউফল প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে দশম শ্রেণীর ২ শিক্ষার্থী খুন হয়েছে। নিহত দুই শিক্ষার্থী উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বাবলু আকনের ছেলে মারুফ ও মিরাজ মোস্তাকের ছেলে নাফিস। হামলাকারী ও নিহত সবাই বাউফলের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার উপজেলার সূর্যমণি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ক্লাশের বিরতির সময় নবম শ্রেণীর শিক্ষার্থী সৈকত দশম শ্রেণীর শিক্ষার্থী মারুফকে ধাক্কা দেয়। এর ধরে স্কুল ছুটির পর মারুফের পথরোধ করে দাড়ায় সৈকত। বিদ্যালয় সংলগ্ন পাঙ্গাশিয়া ব্রিজের উপর ডেকে নিয়ে সৈকত ও তার ৪ সহযোগী নাইম, রায়হান, হাসিবুল ও নাইম (২) মারুফকে মারধর শুরু করে। মারুফকে বাচাতে তার দুই সহপাঠি সিয়াম ও নাফিস এগিয়ে যায়।
এরপর রায়হান ছুড়ি নিয়ে এলোপাতাড়ি সিয়াম, মারুফ ও নাফিসকে আঘাত করতে থাকে। ছুটির পরে ওই পথ ধরে বাড়ি ফিরছিল একাধিক শিক্ষার্থী । ঘটনাস্থলে তিন শিক্ষার্থীকে রক্তাক্ত দেখে অনেকেই আতংকে দৌড় দেয়। ঘটনার পর সিয়াম , নাফিস ও মারুফকে আহত অবস্থায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশংকা জনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা মারুফ ও নাফিসকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকেই মৃত ঘোষণা করেন। আহত শিক্ষার্থী সিয়াম জানায়, শুনেছি কযেকদিন আগে মাহফিলে একটু ঝামেলা হয়েছিল।
এর জের ধরে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করেছে। ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমার বিদ্যালয়ের দশম শ্রেণীর ২ শিক্ষার্থী খুন হয়েছে। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে এই মুহুর্তে তা বিস্তারিত বলতে পারছি না। বাউফল থানার ওসি আল মামুন ২ শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। হামলাকারী শিক্ষার্থীদের আটকের চেষ্টা চলছে।