বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৭৭টি পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা অডিটরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীত কুমার সাহা, ওসি তদন্ত মোঃ মোস্তেফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন ডাকুয়া, যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ তালুকদার, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, চরামদ্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন খোকন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া প্রমূখ।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার ২৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।