আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে দেশ নির্মাণের মৌলিক রূপরেখা বিষয়ক সেমিনার


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ বরিশালে দেশ নির্মাণের মৌলিক রূপরেখা বিষয়ক সেমিনার
Spread the love

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দেশ নির্মাণের মৌলিক রূপরেখা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এর উপস্থাপনায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে মূল গ্রন্থ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনার বিভাগীয় পরিচালক মো. আব্দুস সালাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি ব্রজমোহন কলেজ’র অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, স্বাস্থ্য’র বিভাগীয় পরিচালক ড. হুমায়ুন শাহীন খান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ক অবিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়