আজকের বার্তা
আজকের বার্তা

দশমিনায় নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ দশমিনায় নিখোঁজের ৩ দিন পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ তিন দিন পর উদ্ধার করেছে হাজিরহাট নৌ-ফাঁড়ি পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার চঙ্গাড়চর এলাকায় তেঁতুলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম বিশ্বাস (২৫) রাঙ্গাবালী উপজেলার চরমোন্তজের হানিফ বিশ্বাসের ছেলে।

 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে পূবালী-৫ নামক লঞ্চে চরমোন্তাজ আসছিল সাইফুল, তার বড় ভাই বাদশা বিশ্বাস ও এক আত্মীয়। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে লঞ্চটি দশমিনার লঞ্চঘাটে পৌঁছার আগে বাঁশবাড়িয়ার বীজবর্ধন খামার এলাকা অতিক্রমের সময় তেঁতুলিয়া নদীতে পড়ে নিখোঁজ হন সাইফুল। এ বিষয়ে দশমিনা হাজিরহাট নৌ-ফাঁড়ি ইনচার্জ মো: আল মামুন বলেন, জেলেদের দেয়া খবরের ভিত্তিতে তেঁতুলিয়া নদীর চঙ্গাড়চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, তেঁতুলিয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।