আজকের বার্তা
আজকের বার্তা

উজিরপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, ৮০ বছরের বৃদ্ধাসহ আহত ৩


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ উজিরপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, ৮০ বছরের বৃদ্ধাসহ আহত ৩
Spread the love
উজিরপুর সংবাদদাতা ॥
বরিশালের উজিরপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, ৮০ বছরের বৃদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে  অভিযোগ পাওয়া গেছে। আহত সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে ফরিদ হাওলাদারের জমি নিয়ে একই গ্রামের নাজেম হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বাহেরঘাট গ্রামের নাজেম হাওলাদারের ছেলে গাফরুল হাওলাদার(৩১), সোনামদ্দিন হাওলাদারের ছেলে রূপাই হাওলাদার(২৫), ধামুরা গ্রামের ফারুক মৃধার ছেলে জনি মৃধা(১৯), হাকিম মৃধা(৩৮) ও তার ছেলে নূরনবী(২০) মিলে ২৩ তারিখ প্রথমে বাহেরঘাট গ্রামের বিরোধীয় জমিতে ফরিদ হাওলাদারের রোপিত ধান জোর পূর্বক কাটতে শুরু করে। এর প্রতিবাদ করলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় উজিরপুর মডেল থানায় ফরিদ হাওলাদারের স্ত্রী মোসাঃ লুৎফা বেগম(৪০) বাদী হয়ে উল্লেখ্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ কারণে প্রতিপক্ষ সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ২৪ এপ্রিল সকালে পুনরায় ওই জমির ধান জোর পূর্বক কাটা শুরু করে। এ সময় প্রতিবাদ করতে গেলে ফরিদ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার, স্ত্রী মোসাঃ লুৎফা বেগম ও তার মা রিজিয়া বেগম(৮০) কে কাচি ও লাঠি দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। তাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। আহত যুবক রুবেল হাওলাদার জানান, ওই সন্ত্রাসীরা আমাদের জমির ধান জোর পূর্বক কেটে নিয়ে দখলের চেষ্টা চালায়। প্রতিবাদ করায় আমাকে মারধর করে ক্ষান্ত হয়নি। আমার মা ও ৮০ বছরের বৃদ্ধা নানীকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ইতিপূর্বেও আমাদের রোপিত গাছ কেটে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আহত’র পরিবার।