আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল বার নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, কারচুপির শঙ্কা বিরোধীদের


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ বরিশাল বার নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, কারচুপির শঙ্কা বিরোধীদের
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত তিন প্রতিদ্বন্দ্বী প্যানেল। প্রার্থীদের সমর্থনে সোমবার আদালত চত্বরে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। অপরদিকে আদালত চত্বরে প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এদিকে, নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

 

আগামী ৯ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সম্পাদক, ২ সহ-সভাপতি, ২ যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪টি সহ কার্যকরী কমিটির মোট ১১ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিতে সব পদে প্রার্থী দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও সব পদে প্রার্থী দিয়েছে। অপরদিকে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে।

 

তফসিল ঘোষণার পর থেকেই এই নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তাদের দাবি গঠনতন্ত্র সংশোধন করে এক তরফা ভোটের পরিবেশ সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা।

 

সোমবার সকালে আদালত চত্বরে প্রচারণাকালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ৭ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। এর মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ দুটি দাবি মানলে নির্বাচন সুষ্ঠু হবে। এক তরফা নির্বাচন করার চেষ্টা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওই নির্বাচন প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

এদিকে, প্রার্থীদের সমর্থনে দুপুরে আদালত চত্বরে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় স্বাধীন বিচার ব্যবস্থা অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান তারা।

 

বিরোধীদের আশঙ্কার বিষয়ে নির্বাচন কমিশনার কাইয়ুম খান কায়সার বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে তিনি জানান। এবার জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন।