আজকের বার্তা
আজকের বার্তা

গ্যাসের দাবীতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ গ্যাসের দাবীতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ
Spread the love

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ১১ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদরের কে জাহান মার্কেটের সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

ভোলার গ্যাস কূপে বিপুল পরিমান গ্যাস মজুদ থাকলেও বেশির ভাগ মানুষ সেই সুবিধা পাচ্ছেনা। এরই মধ্যে বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ৪০ কি.মি. পাইপ টানা হয়েছে এবং গ্রাহকদের কাছ থেকে ডিমান্ড নোট জমা নেওয়া হয়েছে কিন্তু সংযোগ দেয়া হয়নি। তাই ক্ষুব্ধ হয়ে মাঠে নেমেছেন গ্রাহকরা। এসময় তারা ঘরে ঘরে গ্যাস দেয়াসহ ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আহবান জানান।

 

মানববন্ধনে বক্তারা ভোলার গ্যাস অন্যত নিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি অনুযায়ী ভোলায় গৃহস্থালী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেয়া, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতুসহ ১১ দফা দাবি জানান।

 

ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, ভোলা থিয়েটারের সাধারন সম্পাদক আবিদুল আলমসহ অন্যান্যরা।

 

এসময় বক্তারা বলেন, ভোলায় একের পর এক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে ও গ্যাস উত্তোলন হচ্ছে। কিন্তু এখনও ভোলার ঘরে ঘরে গ্যাস পৌঁছেনি। ভোলায় মাত্র ২ হাজার ৩৫০ টি পরিবারকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। তাই আমরা ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও ভোলার গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার পর ভোলার গ্যাস অন্যত্রে নেয়ার জন্য সরকারের কাছে দাবী করছি।

 

মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

মোঃ বিল্লাল হোসেন