আজকের বার্তা
আজকের বার্তা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন প্রদান। 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কলেরা স্যালাইন প্রদান। 
Spread the love
জাহিদ খান রাসেল, আমতলী ॥
বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর উদ্যোগে বরগুনার আমতলী উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার দুপুরে ১ হাজার প্যাকেট খাবার স্যালাইন (ওআরএস) ও ২শ’ প্যাকেট আইভি স্যালাইন প্রদান করে। সম্প্রতি আমতলীতে কলেরা স্যালাইন সংকট দেখা দেওয়ায় এ উদ্যোগ গ্রহণ করে।  স্যালাইন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ এবং এনএসএস এর পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর করেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।  স্যালাইন প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন- এমন সংকটে এনএসএস এর উদ্যোগ প্রশংসনীয়। আশা করি এমন সমস্যায় বরাবরই এনএসএস তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে।  এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সংবাদ সংস্থা বাসস’র  বরগুনা জেলা প্রতিনিধি খায়রুল বাশার বুলবুল সহ হাসপাতাল ও এনএসএস এর কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।