আজকের বার্তা
আজকের বার্তা

পাচারকালে সরকারি ১ হাজার বস্তা চাল বাবুগঞ্জে জব্দ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ পাচারকালে সরকারি ১ হাজার বস্তা চাল বাবুগঞ্জে জব্দ
Spread the love
আরিফ হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলা আঁড়িয়াল খাঁ নদের রফিয়াদি এলাকায় ৫০ মেট্রিক টন যা ৫০ কেজি ওজনের ১ হাজার বস্তায় ভরা চালসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে আড়িয়াল খাঁ নদের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরীঘাটের সংলগ্ন এলাকা থেকে ওই ট্রলারটি আটক করা হয়। সরকারি সিল দেয়া বস্তাভর্তি ওই চাল পাচার করা হচ্ছিল বলে জানা যায় । এসময় ট্রলার চালক আব্দুস সাত্তারকে আটক করা হলেও তার ৩  সহযোগী পালিয়ে গেছে বলে জানান বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। স্থানীয়রা ট্রলারটি আটকের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে থানায় নিয়ে যায়। এ সময় আটক ট্রলার চালক আব্দুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করে ওই চাল কোথা থেকে কোথায় নেয়া হচ্ছিল এবং পাচারের নেপথ্যে কারা তা নিশ্চিত হওয়ার চেস্টা করছেন।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলার চালক আব্দুস সাত্তার জানিয়েছেন, মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দেয়া হয়েছে মুলাদী উপজেলায় পৌছে দেয়ার জন্য। মেহেন্দিঞ্জের পাতারহাট বন্দরের জনৈক জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ খাদ্যগুদামের জাহাজ থেকে ১ হাজার বস্তা চাল তার ট্রলারে তুলে দিয়েছে। জয়নাল মাঝি মেহেন্দিগঞ্জ সরকারি খাদ্য গুদামের চাল ক্রয়-বিক্রয় চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে। তবে একটি গোপন সুত্রে জানা গেছে যে, চাল পাচারের সাথে মেহেন্দগঞ্জের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজশ থাকলেও কেউ মুখ খুলছে না। হাজার বস্তা পাচারের ঘটনায় বরিশালের রাজনৈতিক অঙ্গনে কানাঘুঁষা চলছে।