চিত্রনায়িকা পরীমণি বলেন, এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো।
বিয়ের পুরো বছর না যেতেই পরীমণি বললেন, তাদের একসঙ্গে আর থাকা হচ্ছে না, বিচ্ছেদের কাগজ স্বামী রাজকে পাঠাবেন শিগগিরই। শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে পরীমণি তাদের বিচ্ছেদের ইঙ্গিত দেন।
সেখানে এই নায়িকা লিখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’
তিনি বলেন, ‘এ বিষয়ে কি আর বলব! আমি ভালো নেই। মানসিক অবস্থাও বেশ খারাপ। এই অবস্থায় বেশিকিছু বলার মুডে নেই। শুধু এতোটুকু বলবো, আমাদের সম্পর্ক অনেক দিন ধরে ভালো যাচ্ছিল না। তারপরও রাজ্যর দিকে চেয়ে চেষ্টা করছিলাম ভালো করার। কিন্তু একটা খারাপ সম্পর্ক নিয়ে বেশিদূর তো এগোনো যায় না। আমিও হয়তো এগোতে পারছি না। তাই বাধ্য হয়েই আলাদা হচ্ছি।’