আজকের বার্তা
আজকের বার্তা

হিজলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ হিজলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১০ টার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার, এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, নাজমা বেগম, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে, কোস্ট গার্ড আইসি, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, ধুলখোলা পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

 

এ সময় বক্তরা উপজেলার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে বলেন, অর্ধশত অবৈধ ইট ভাটা, ফসলী জমির মাটি কাটা, প্রতিনিয়ত চুরি, অবাধে মাদক বিক্রি, মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি নানা বিষয় আলোকপাত করা হয়।

 

তারা বলেন, এ সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এখন ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার আরো বিঘ্ন ঘটতে পারে।