আজকের বার্তা
আজকের বার্তা

তামাক মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ বরিশালের চিকিৎসকরা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ ১:১১ অপরাহ্ণ তামাক মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ বরিশালের চিকিৎসকরা

স্টাফ রিপোর্টরঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ বরিশালের চিকিৎসক সমাজ। পাশাপাশি তারা তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ৭ বাতিল করতে হবে। অধূমপায়ীদের সুরক্ষা দিতে হবে, আইনকে আরো শক্তিশালী করতে হবে, একক শলাকা বিক্রি বন্ধ করতে হবে। এ ছাড়া মোবাইল কোট আরো বৃদ্ধির তাগিদ দেন চিকিৎসকরা।

 

সোমবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল মেডিকেল কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রির প্রতিশ্রুতি তামাকমুক্ত বাংলাদেশ অর্জন তামাক নিয়ন্ত্রন আইন সংশোধনের অগ্রগতি বিষয়ক মত বিনিময় সভায় বক্তারা এইসব সিদ্ধান্ত নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে আরও শক্তিশালীকরণের বিকল্প নেই। প্রতিদিন তামাকজনিত রোগে প্রায় ৪৫০ জন মানুষ মারা যাচ্ছে, তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশেন (বিএমএ) বরিশাল ইউনিট।

 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর আয়োজনে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইনস্টিটিউটের রেজিস্ট্রার (ক্লিনিকাল রিসার্চ) ডা. শেখ মো. মাহবুবুস সোবহান।

 

তিনি বলেন, বাংলাদেশে প্রায় পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। তামাকজাত দ্রব্যের বহুল ব্যবহার হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি এবং অন্যান্য অনেক প্রতিরোধযোগ্য রোগ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাকের এসব ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে রক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানান তিনি।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ বরিশাল জেলার সভাপতি ডা. ইসতিয়াক হোসেন। তিনি বলেন, ৯৫ শতাংশ মানুষ জানে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও মানুষ এটা ব্যবহার করছে। তাই সাধারণ মানুষদের সচেতন করার পাশাপাশি দেশে তামাকের আমদানি ও উৎপাদন বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমান আইনটি সংশোধনের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

 

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মেহেদী (পারভেজ) ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের এপিডেমিওলোজি এন্ড রিসার্চের বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন বিএমএ বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাসরেফুল ইসলাম সৈকত।

 

সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হুমায়ুন শাহীন খান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সারওয়ার, বক্ষব্যাধি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুম আহমেদ, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ জে এম এমরুল কায়েস, ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচী দাস, আউট ডক্টরস আসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সুতার, সম্পাদক ডা. নরুন্নবী তুহিন, ইর্ন্টানী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রাকিন আহমেদ, ইর্ন্টানী চিকিৎসক ডা. সাঈদ, সিটিএফকের ম্যানেজার (এডভোকেসি) আতাউর রহমান মাসুদ, সাংবাদিক সাঈদ পান্থ, আজিম হোসেনসহ বিএমএ সদস্যরা ও সাংবাদিকবৃন্দ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107