আজকের বার্তা
আজকের বার্তা

ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২২ ১২:২২ অপরাহ্ণ ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
Spread the love

ঝালকাঠিতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সানাই কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার।

 

মতবিনিময় সভায় ৩০ জন শিক্ষক অশংগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জানানো হয়, নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়ে যায়।

 

তাই যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সর্বত্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষকরা যদি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যক্ষ্মা রোগ সম্পর্কে পরামর্শ দেন, তাহলে সকলেই সচেতন হবে।