হাসপাতালের ডাক্তার, সরকারী কর্মকর্তাসহ আরও তিন জনের করোনা সনাক্ত
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Spread the love
আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়ায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে হাসপাতালের চিকিৎসক, সরকারী কর্মকর্তাসহ আরও তিন জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত সনাক্তর সংখ্যা দাড়ালো ১১জনে। গতকাল শুক্রবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা থেকে ১৫ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে পরীক্ষার ফলাফলে তিন জনের করোনা পজেটিভ ধরা পরেছে। করোনায় আক্রান্তরা হলেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন্নেসা নাজমা ও রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আরিফ হোসেন। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত বাড়ি ও অফিস লক ডাউন করে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।