আজকের বার্তা
আজকের বার্তা

এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ ৫:২২ অপরাহ্ণ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি
Spread the love
মোঃ জিয়াউদ্দিন বাবু ॥
সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজার গুলোতে দাম কিছুটা কমলেও এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সবধরনের সবজি। পেপে টমেটো ছাড়া সব ধরনের সবজি ৪০ টাকার করে বিক্রি হচ্ছে। ফলে সবজির দাম স্বস্তি দিচ্ছে না সাধারণ ক্রেতাদের। গতকাল বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, করল্লা ৪০ টাকা টমেটো বিক্রি হচ্ছে ১৫ টাকা, টেরস বিক্রি হচ্ছে ৪০ টাকা, লতি ৩০ টাকা, পোটল ৩০ টাকা, ঝিংগা ৩০ টাকা, কাকরল ৩০ টাকা। এ ভাবেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। তবে মাছ ও মাংসের দাম কিছুটা কম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, সোনালী ২৪০ টাকা, লেয়ার বিক্রি হচ্ছে ২৩০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা করে। খাসির মাংস ৭৫০ টাকা, ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি লাল ৩০ টাকা, দেশী মুরগী ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা। মাছ রুই কাতলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩ শত টাকা করে, পোমা ২ শত থেকে ৩ শ টাকা, পাপদা ২৫০ থেকে ৩৪০ টাকা, চিড়িং ৪৫০ থেকে ৬ শত টাকা করে, পাঙ্গাস বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, তেলাপিয়া ৮০ থেকে ১২০ টাকা (ছোট বড় আকারে), কাঁচা মরিচ ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা ৪০ টাকা অপর দিকে তরমুজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। পাকা পেপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা করে। কৃষকদের কাছ থেকে পিছ হিসাবে কিনলেও বরিশালের বাজারে মেপে বিক্রি করছে তরমুজ। এ ব্যাপারে প্রশাসনের নিকট প্রতিকার চেয়েছে অনেকেই।