আজকের বার্তা
আজকের বার্তা

মেসিদের কাঁদিয়ে সৌদির জয়


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ১২:২০ অপরাহ্ণ মেসিদের কাঁদিয়ে সৌদির জয়

নিজের শেষ বিশ্বকাপের শুরুটা ভালো হলো না লিওনেল মেসির। নিজে গোল করেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে ২-১ হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

 

খেলার ২ মিনিটেই সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। এরপর ৭ মিনিটে পেনাল্টি পেলে তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধে ফাউল ও অফসাইডের বন্যায় শেষ হয় খেলা।

 

দ্বিতীয়ার্ধে নেমেই সৌদির ম্যাজিক। পর পর ২ গোল জড়িয়ে সবাইকে হতবাক করে দেয় তারা।

 

দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সৌদির সালেহ সেহরি গোল করে দলকে সমতায় আনেন। এরপর, ৫৩ মিনিটে সালেম দাউসারি দুর্দান্ত এক গোল করে সৌদিকে ২-১ গোলে লিড এনে দেন। ম্যাচে আরও সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি সৌদি।

 

শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107