আজকের বার্তা
আজকের বার্তা

৪ দিনের রিমান্ডে হেফাজত নেতা ইহতেশামুল


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ ১:৪১ অপরাহ্ণ ৪ দিনের রিমান্ডে হেফাজত নেতা ইহতেশামুল
Spread the love
বার্তা ডেস্ক ॥
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি হযরত মাওলানা ইহতেশামুল হক সাখীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার রিমান্ড শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন। এর আগে ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০১৩ সালের পল্টন থানার মামলায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।