আজকের বার্তা
আজকের বার্তা

গাড়িতে রাষ্ট্রীয় লোগো ব্যবহার করে যাত্রী পরিবহন, জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ গাড়িতে রাষ্ট্রীয় লোগো ব্যবহার করে যাত্রী পরিবহন, জরিমানা
Spread the love
নিজস্ব প্রতিবেদক ॥
লকডাউনের মধ্যে প্রাইভেটকারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে মহাসড়ক দিয়ে যাত্রী পরিবহনের দায়ে যাত্রীসহ একটি গাড়ি ও এর চালককে আটক করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে গাড়িটি আটক করা হয়।    গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনের মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর গাড়ির সামনে-পেছনে ডাক বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগো এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়। চালককে জিজ্ঞাসা করলে তিনি অসংলগ্ন কথা বলেন। এ সময় গাড়ি ও চালক তাজুল ইসলামকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিপিন চন্দ্র বিশ্বাস চালক তাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় চালকের কাছ থেকে মুচলেকা রেখে মানবিক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।