বরগুনার আমতলীতে জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ লাখ ১৭ হাজার ৫০০ জাল টাকা উদ্বার করা হয়।
শুক্রবার রাতে উপজেলার খেকুয়ানী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো.জীবন শেখ (২০), শেখ ইমরান হোসেন (২৮), মো. রাকিব (১৯)। গ্রেফতারকৃত জীবন শেখ ও ইমরানের বাড়ী বাগেরহাটজেলায় ও রাকিবের বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়।
আমতলী থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই জ্ঞান কুমারের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার খেকুয়ানী বাজারে অভিযান চালায় একটি টিম। এসময় বেশ কিছু জাল টাকাসহ মো.জীবন শেখ, শেখ ইমরান হোসেন এবং মো. রাকিবকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তিত্বে পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে ১,৭০,৫০০ টাকার জাল নোট উদ্বার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটের্র মাধ্যমে বরগুনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।