আজকের বার্তা
আজকের বার্তা

বাবুগঞ্জে সরকারি কর্মকর্তার ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ 


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ বাবুগঞ্জে সরকারি কর্মকর্তার ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ 
Spread the love
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জে জমি এওয়াজ বদল করতে রাজি না হওয়ায় বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে নৌবাহিনীর এক কর্মকর্তার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নৌবাহিনীর পেটি অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েল বাদী হয়ে প্রতিপক্ষ মোঃ সেলিম হোসেনকে বিবাদী করে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর বিমানবন্দর মোড় এলাকায়। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, নৌবাহিনীর পেটি অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েল ২০১৮ সালে উত্তর রহমতপুর গ্রামের  স্থানীয় মোঃ মোনাসেফ এর কাছে থেকে সাড়ে ১০ শতাংশ জমি ক্রয় করেন। এর পর জমির চারপাশে সীমানা প্রাচীর দিয়ে একটি বসতঘর নির্মান করেন। সম্প্রতি নৌবাহিনীর অফিসার  মোঃ নাজমুল হাসানের ক্রয়কৃত জমির বসত ঘরের চারদিকে বাঁশের বেড়া দিয়ে পরিবারটি অবরুদ্ধ  করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিক মোনাসেফ ২০২০ সালে মৃত্যু বরন করার পর তার ভাই মোঃ সেলিম হোসেন নৌবাহিনীর অফিসার মোঃ নাজমুল হাসান জুয়েলকে জমি পরিবর্তন করার প্রস্তাব দেয় এতে  নাজমুল হাসান জুয়েল  রাজি না হওয়ায় প্রতিপক্ষ সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে মোঃ নাজমুলের বসত ঘরের সামনে বাঁশদিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকালে দেখা গেছে, মোঃ নাজমুল হাসান জুয়েলের ক্রয়কৃত সাড়ে ১০ শতাংশ জমির চারপাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মোঃসেলিম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।